আগামী ১৮ই এপ্রিল পটুয়াখালীর কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে ভোটের মাঠ।প্রার্থীদের সমর্থকদের মাঝে বয়ে যাচ্ছে উৎসবের হাওয়া।এর ধারাবাহিকতায় ১৯ মার্চ সন্ধ্যার পরে কমলাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডে আব্দুল সালাম মৃধার পক্ষে সমর্থকরা মতবিনিময় সভা সহ গণ মিছিল করে।
সাধারণ জনগণের মধ্যে উৎসবের যেন কোন কমতি নেই।নিয়মিত চলছে মোটরসাইকেল শোডাউন সহ বিভিন্ন গণসংযোগ।মিছিল থেকে সাধারণ জনগণের বার্তা মাদক মুক্ত ও পরিছিন্ন কমলাপুর ইউনিয়ন গড়তে সালাম মৃধার বিকল্প নেই।
পরিসংখ্যান বলছে অন্যান্য প্রার্থীর তুলনায় ৭০% ভোটের মাঠে এগিয়ে আছেন আব্দুস সালাম মৃধা।তরুণ ভোটারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই প্রার্থী।তরুণ ভোটার দেরকে একত্রিত করে নিয়মিত ভোটের মাঠ চুষে বেড়াচ্ছেন প্রার্থীর ভাইয়ের ছেলে সোহেল মৃধা।এতে করে তরুণরা দলমত নির্বিশেষে সমর্থন দিয়ে যাচ্ছেন সাবেক চেয়ারম্যান এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় কমলাপুর ইউনিয়নের সকল জনগণের আশার বাতিঘর বলে আখ্যায়িত করা আব্দুস সালাম মৃধাকে।