মাদারীপুরের কালকিনি উপজেলায় হাতবোমা বানাতে গিয়ে মোদাচ্ছের হাওলাদার (৬০) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। নিহত মোদাচ্ছের রবিশালের মুলাদি উপজেলার বাটামারা গ্রামের বাসিন্দা।
বুধবার (২৭ মার্চ) দুপরের দিকে কালকিনির চরদৌলত খান ইউনিয়নের দক্ষিণ সিডিখান গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিডিখান গ্রামের ইউনুছ সর্দার নামে এক ব্যক্তির বাড়িতে বসে হাতবোমা বানাচ্ছিলেন মোদাচ্ছের হাওলাদারসহ তিন-চার জন। এ অবস্থায় দুপুরের দিকে বোমা বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয় তিনজন। পরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মোদাচ্ছের হাওলাদার মারা যায়। এতে লিটন ঢালী ও রিপন নামে আরও দুই জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কোন কারণে তারা হাত বোমা তৈরি করছিলেন সে বিষয় এখনও জানা যায়নি। তবে ঘটনার পরে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, বিষয়টি নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। তবে যে বাড়িতে বোমা তৈরি হচ্ছিল তাকেও আইনের আওতায় আনা হবে।