মোঃ হাফিজার রহমান পীরগাছা রংপুর প্রতিনিধিঃ
২রা মার্চ বিকেল ৫টায় শাহ শাহেদ ফারুক এর উদ্যোগে রংপুরের পীরগাছায় বীর মুক্তিযোদ্ধা শাহ আব্দুর রউফ সড়ক ও ফলকের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
তথ্য সুত্রে জানা গেছে, পীরগাছা উপজেলাধীন সনামধন্য বকশি বাজার থেকে পশ্চিম দিকে ত্রিমোহনী ঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণের পর রাস্তাটির নাম করণ করা হয় বীর মুক্তিযোদ্ধা শাহ আব্দুর রউফ সড়ক। মরহুম শাহ আব্দুর রউফ ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তা এবং সাবেক সংসদ সদস্য মরহুম শাহ আব্দুর রাজ্জাকের ছোট ভাই এবং বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত এর পিতা। তিনি ৮নং কৈকুড়ী ইউনিয়নের সুপরিচিত ব্যক্তি ছিলেন এবং পীরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক কর্মকাণ্ডের জন্য তার অবদান অপরিসীম । এ সড়ক ও ফলকের শুভ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, ৮নং কৈকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম মিয়া, প্রধান শিক্ষক শাহ মোঃ আখতার হাবিব রুমি, চৌধুরাণী উচ্চ বিদ্যালয়, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল জুয়েল, ওয়াসিম আহমেদ সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র লীগ, প্রেসক্লাব পীরগাছার সাবেক সভাপতি এম খোরশেদ আলম, ঠিকাদার রবীন্দ্র নাথ লাহীড়ি, শিক্ষক লিয়াকত হোসেন লেবু মিয়া, প্রেসক্লাব পীরগাছার সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু সুফিয়ান।