1. admin@bangladeshtimes71.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় সিলেকশনের মাধ্যমে মাধ্যমিক শিক্ষক সমিতি গঠন। পটুয়াখালী (গলাচিপা)/উভ/গলাচিপায় পৌরসভার উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উচ্ছেদ অভিযান চালান।  ধান কাটাকে কেন্দ্র করে তহশীলদারকে মারধর। গলাচিপায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। সরকারি চোরাই ইটে আ”লীগ নেতার বাড়ি !! – হিজলা উপজেলা, বরিশাল ।  গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের বাবার মৃত্যুতে দোয়া মাহফিল। মাথা বিচ্ছিন্ন গলাচিপায় লাশ উদ্ধার! পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর পিতা মোঃ রুহুল আমিন সরদার (৭০) অসুস্থ অবস্থায় মৃত্যু বরন করেন। গলাচিপায় টোল ও খাজনা ফ্রি সবজি বাজার উদ্বোধন। গলাচিপায় কারিতাসের বীজ বিতরন

দিঘলিয়ায় জমি সংক্রান্ত জেরে ভ্যানচালক কে পিটিয়ে গুরুত্বর আহত।

এস.এম.শামীম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৭০ বার পঠিত

দিঘলিয়ায় জমি সংক্রান্ত জেরে ভ্যানচালক কে পিটিয়ে গুরুত্বর আহত। 

জেলা প্রতিনিধি খুলনা  //

দিঘলিয়ার ব্রহ্মগাতী এলাকায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এক যুবককে পিটিয়ে গুরুত্বর আহতের ঘটনা ঘটেছে। আহত শের আলীর পরিবার সুএে জানা যায় দিঘলিয়ার ব্রহ্মগাতী এলাকার বাসিন্দা হাসিব শেখ ও ফরিদ শেখ দের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল একপর্যায়ে হাসিব শেখ উক্ত শের আলীর নিকট ব্রহ্মগাতী স্থ সাড়ে ৯ শতাংশ জমি বিক্রি করতে চাইলে ফরিদ শেখ বাধা দেন, এবং উক্ত বিক্রয়কৃত জমির দাগ নাম্বার ৩৬৫২ কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করেন ৩৬৫১ দাগের ওপর আহত শের আলীর আপাতত কোন জমি বাড়ি না থাকায় উক্ত জমির ওপর প্রথমে একটি ঝুপড়ি ঘর বেধে বসবাস করতে থাকে এবং ১ লা এপ্রিল শের আলী ঘর টি পাকা করে করার জন্য কাজ শুরু করেন। কিন্তু ঐ জমিতে নিষেধাজ্ঞার কাগজ হার্ড কপি আশার আগে এবং শের আলীর বসবাসরত যার দাগ নাম্বার ৩৬৫২ , হটাৎ করে ১ লা এপ্রিল বিকাল ৫ টার দিকে ১। ফরিদ শেখ ২। সাজিদ শেখ ৩। রানু বেগম ৪৷ পিয়াল সহ অজ্ঞাত ২/৩ জন মিলে এলোপাতাড়ি মারপিট করে এসময় তাদের হাতে থাকা ধারালো ছুরি ও বাঁশের লাঠিসোঁটা দিয়ে গুরুত্বর আঘাত করে। এবং শের আলীর ঝুপড়ি ঘর সহ দালান ঘর ভাঙচুর করে এ সময় শের আলী ঘরে গচ্ছিত থাকা ৪৭ হাজার টাকা নিয়ে যায়। একপর্যায়ে শের আলী গুরুত্বর আহত হলে আশপাশের লোক জন ছুটে এসে শের আলী কে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরে শের আলীর অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে এই জমি নিয়ে বেশ কয়েকবার দিঘলিয়া থানায় মিমাংসার চেষ্টা করা হলেও কোন সমাধান হয়নি। উক্ত বিষয় এলাকার বিভিন্ন সূত্রে জানা যায় উক্ত উল্লেখিত পাঁচজন সহ একটি চক্র দীর্ঘদিন যাবত অন্যের জমি জোর দখল মামলা হামলা বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত রয়েছে । এ রিপোর্ট লেখা পরযন্ত কোন অভিযোগ দায়ের হয়নি তবে ৩ রা এপ্রিল কোর্টে মামলা দায়ের করবে বলে ভুক্তভোগীর পরিবার জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর