1. admin@bangladeshtimes71.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পটুয়াখালী গলাচিপায় আন্তঃ ক্যাডারে বৈষম্য নিরসনে কর্মকর্তাদের কলম বিরতি।  গলাচিপায় সিলেকশনের মাধ্যমে মাধ্যমিক শিক্ষক সমিতি গঠন। পটুয়াখালী (গলাচিপা)/উভ/গলাচিপায় পৌরসভার উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উচ্ছেদ অভিযান চালান।  ধান কাটাকে কেন্দ্র করে তহশীলদারকে মারধর। গলাচিপায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। সরকারি চোরাই ইটে আ”লীগ নেতার বাড়ি !! – হিজলা উপজেলা, বরিশাল ।  গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের বাবার মৃত্যুতে দোয়া মাহফিল। মাথা বিচ্ছিন্ন গলাচিপায় লাশ উদ্ধার! পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর পিতা মোঃ রুহুল আমিন সরদার (৭০) অসুস্থ অবস্থায় মৃত্যু বরন করেন। গলাচিপায় টোল ও খাজনা ফ্রি সবজি বাজার উদ্বোধন।

গলাচিপায় এস. ডি. এফ-এর আওতায় ষ্টীল বডি ট্রলার সরবরাহ টেন্ডারে অনিয়ম-দুর্নীতি  !!

মোঃ নেছার উদ্দীন
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৫৫ বার পঠিত

গলাচিপায় এস. ডি. এফ-এর আওতায় ষ্টীল বডি ট্রলার সরবরাহ টেন্ডারে অনিয়ম-দুর্নীতি  !!

নিজস্ব প্রতিনিধি  //মোঃ নেছার উদ্দিন

পটুয়াখালীর গলাচিপায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্প কম্পোনেন্ট – ৩ বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আওতায় পণ্যবাহী স্টীল বডি ট্রলার সরবরাহ টেন্ডারে অনিয়ম পাওয়া গেছে।

ফিরোজ গাজী সভাপতি তুলারাম আদর্শ মৎস্যজীবী গ্রাম সংগঠন পানপট্টি গলাচিপা, পটুয়াখালী ও আব্দুর রব হাওলাদার আহবায়ক এপ্রিপিয়েট ফিশিং ইন্টারভেশন ইনক্রিমেন্টেশন ইনপ্লিটমেটেশন বাস্তবায়ন কমিটি পানপট্টি, গলাচিপা, পটুয়াখালী জানান, স্টিল বডি ট্রলার সরবরাহ টেন্ডার পত্র ছয়টি দুই গ্রামের ক্রয় কমিটির ঠিকানায় পাঠানোর কথা থাকলেও তা ক্রয় কমিটির ঠিকানায় না পাঠিয়ে এস. ডি. এফ ক্লাসটার অফিসার গলাচিপা নরেশ ওঝা স্যারের কাছে পাঠানো হয়েছে। এই ছয়টি টেন্ডার পত্র একজনের হাতের লেখা।

তারা আরো জানান এই টেন্ডার প্রক্রিয়ায় ২ লক্ষ টাকার গরমিল পাওয়া গেছে। ফিরোজ গাজী জানান, যে নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে এই ট্রলার দুটি বানানো হবে তাতে এই ট্রলার দুটি আমাদের কোন কাজে আসবে না। শুধু শুধু সরকারের অর্থ অপচয় হবে।

এ বিষয়ে ক্লাসটার অফিসার নরেশ ওঝার কাছে জানতে চাইলে তিনি জানান, ঠিকাদাররা আমাদের অফিস চেনেন তাই আমাদের অফিসে এই ছয়টি টেন্ডার পত্র জমা দিয়ে গেছেন। ছয়টি টেন্ডারপত্র একই হাতের লেখা এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি জানান, তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান ছয়টি টেন্ডার পত্র জমা দিয়েছেন, এই ছয়টি টেন্ডার পত্রের হাতের লেখা দেখা যায় তো একই রকমের। প্রতিবেদক ছয়টি টেন্ডার পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে অস্বীকৃতি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর