জেলা প্রতিনিধি ;খুলনা //
আগামী ২১ মে খুলনার দিঘলিয়া উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন।
এই নির্বাচনে দিঘলিয়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন চারজন প্রার্থী। এই চার প্রার্থীর ভিতর আনারস প্রতীকের প্রার্থী শেখ মারুফুল ইসলাম জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে আছেন বলে ভোটাররা মতামত প্রকাশ করেছেন।
তিনি এখন প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। গতকাল বুধবার দিঘলিয়ার ভোটের মাঠে দেখা গেল এক ব্যতিক্রমী প্রচার প্রচারণা। এদিন বিকালে দিঘলিয়ার পথের বাজারে একে একে জড়ো হতে থাকে শত শত ইঞ্জিন চালিত ভ্যান গাড়ি। ভ্যানচালকদের গায়ে পরা ছিল চেয়ারম্যান প্রার্থী শেখ মারুফুল ইসলামের আনারস প্রতীকের সাদা গেঞ্জি। মুহূর্তের মধ্যে শত শত ভ্যান গাড়ির আগমনে পথের বাজার এলাকায় সৃষ্টি হয় এক আনন্দমুখর পরিবেশ। এ সময় আনারস প্রতীকের পক্ষে ভ্যানচালকগণের বিভিন্ন স্লোগান এবং করতালির মাধ্যমে আনন্দ উল্লাস চারিদিক মুখরিত করে তোলে। আনারস প্রতীকের পক্ষে তাদের সাথে যোগ দেয় হাজারো সমর্থক। কিছুক্ষণের মধ্যে ভ্যান গাড়িগুলি একের পর এক সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যায়। ভ্যান গাড়ির দীর্ঘ ৪ কিলোমিটার লম্বা সারির সবথেকে সামনের গাড়িটি যখন থাকে কামারগাতি গ্রামে তখন শেষ গাড়িটি অবস্থান করে পথের বাজারে।
এরপর ভ্যান গাড়ি চলার মধ্য দিয়ে শুরু হয় ভ্যান গাড়ির এই ব্যাতিক্রমী শোভাযাত্রা। ভ্যান গাড়িগুলি ধীর, স্থির এবং সুশৃংখলভাবে যখন চলতে থাকে তখন এক মনমুগ্ধকর দৃশ্যের অবতারণা ঘটে, যা ভোটার এবং সাধারণ মানুষকে দারুন ভাবে আকৃষ্ট করে। ভ্যান গাড়ির এই শোভাযাত্রায় ভ্যান চালকদের এবং সমর্থকদের মুহুরমূহ করতালি আর স্লোগানে স্লোগানে প্রকম্পিত হতে থাকে পার্শ্ববর্তী এলাকাগুলি। এই সুন্দর এবং মনোরম দৃশ্য দেখার জন্য এলাকার আবাল, বৃদ্ধ, বণিতা সবাই রাস্তার পাশে এসে দাঁড়ায় এবং তারা হাত নেড়ে আনারস প্রতীকের পক্ষে সমর্থন জানায়। শুধু তাই নয় তারাও সে সময় শোভাযাত্রাকে উৎসাহিত করার জন্য করতালি দিতে থাকে এবং আনারস প্রতীকের পক্ষে স্লোগান দিতে থাকে।
ব্যতিক্রমধর্মী এই শোভাযাত্রাটি দীঘলিয়া উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তাসমূহ প্রদক্ষিণ করে পুনরায় পথের বাজার এসে শেষ হয়।